নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: বছর ঘুরতে না ঘুরতে এবার সন্দেশখালিতে বিজেপির হার । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তর হাটগাছি সমবায় নির্বাচন ছিল নটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিরোধীদল অর্থাৎ বিজেপি সেখানে কোন প্রার্থী দেয়নি ২০২৪ এর বসিরহাট লোকসভা নির্বাচনের এই সন্দেশখালি বিধানসভা প্রায় সাড়ে আট হাজার ভোটে বিজেপি জিতলেও তারপরে বিজেপির নেত্রী কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেছেন।
পাশাপাশি রেখা পাত্রের ছায়া সঙ্গী সুদেষ্ণা দাস লতিকা মিস্ত্রি শ্যামলী সরদাররা তৃণমূলের যোগদান করেছেন এমনকি চলতি মাসের একুশে জুলাই ধর্মতলায় শহীদ সভায় তারা দলনেত্রীর কথা শুনতে গিয়েছিলেন।