সন্দেশখালি মামলার অন্যতম সাক্ষীকে খুনের চেষ্টার পেছনে বড় মাথার খেলা আছে : অর্জুন সিং

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: শনিবার ১৩,ডিসেম্বর :: সন্দেশখালির ত্রাস শেখ শাহাজানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে। সেই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে পরিকল্পনা মাফিক খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলানাথ।

ন্যাজাটের বয়ারমারির পেট্রোল পাম্পে ভোলার গাড়িকে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তার পাশে খালে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে ও গাড়িচালক।

এই ঘটনা নিয়ে এবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, টার্গেট ছিল অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। বরাত জোরে উনি বেঁচে গিয়েছেন। কিন্তু ওনার ছেলের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, এটা শুধু শেখ শাহজাহানের মাথার কাজ নয়। এর পেছনে বড় মাথা আছে।

একজন পুলিশ অফিসার আছেন যিনি শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করিয়েছিলেন। এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করানো উচিত। তাঁর দাবি, আসলে বাংলা থেকে হিন্দু নিধনের পরিকল্পনা চলছে। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।

পুরানো স্মৃতি রোমন্থন করে প্রাক্তন সাংসদ বলেন, মাধবরাও সিন্ধিয়া কিংবা রাজেশ পাইলটকে হত্যার পিছনে যেমন বড় মাথা কাজ করেছিল। শেখ শাহাজাহানের প্রধান সাক্ষীকেও খুনের চেষ্টার পেছনে তেমনই বড় মাথাকে কাজে লাগানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =