নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: রবিবার ১২,অক্টোবর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লক–২ অন্তর্গত চৈতল গ্রাম পঞ্চায়েতের মধ্য চৈতল এলাকার বাসিন্দা মোহন মাইতি, পিতা সুদেব মাইতি— বছর ২৩-এর যুবক গত বেশ কয়েক বছর ধরে দিল্লিতে থাকে ।

দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে মৃতদেহ নিজ বাড়িতে এসে পৌঁছায়। আমি নিজে সজামিনে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি।
সন্দেশখালীর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুক্কালি গ্রামে বছর চল্লিশের আকবর গাজী হার্ট অ্যাটাক করে মারা যায় কদিন আগে। এবার নতুন করে দিল্লির বাঙালি শ্রমিকের মৃত্যু । শোকার্ত পরিবার।