সন্দেশখালীর পর মিনাখা ভিন রাজ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু বাংলার পরিযায়ি শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ  :: রবিবার ১২,অক্টোবর ::  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লক–২ অন্তর্গত চৈতল গ্রাম পঞ্চায়েতের মধ্য চৈতল এলাকার বাসিন্দা মোহন মাইতি, পিতা সুদেব মাইতি— বছর ২৩-এর যুবক গত বেশ কয়েক  বছর ধরে  দিল্লিতে থাকে ।
পরিযায়ী শ্রমিক দিল্লিতে একটি কারখানায় কর্মরত ছিল চলতি মাসের ৮ অক্টোবর বৃহস্পতিবার কারখানায় শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অকালে প্রাণ হারিয়েছেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মিনাখা ব্লক ২ সভাপতি  তার পরিবারের পাশে দাঁড়ায় এবং বলেন  দিল্লি থেকে মৃতদেহ আনার সমস্ত ব্যবস্থা করি।
 দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে মৃতদেহ নিজ বাড়িতে এসে পৌঁছায়। আমি নিজে সজামিনে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি।
সন্দেশখালীর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুক্কালি গ্রামে বছর চল্লিশের আকবর গাজী হার্ট অ্যাটাক করে মারা যায় কদিন আগে। এবার নতুন করে দিল্লির বাঙালি শ্রমিকের মৃত্যু । শোকার্ত  পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =