নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৯,মে :: সন্দেশখালির ভিডিওতে দেখা যাচ্ছে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সংশয় প্রকাশ করছেন তৎকালীন সময়ে রাষ্ট্রপতির কাছে যে সকল আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের নিয়ে। একই অভিযোগ শোনা গেছে সন্দেশখালির অপর এক আন্দোলনকারী মাম্পি দাসেরও গলাতেও। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রবাহ ।।
বুধবার রাতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে লোকসভায় বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র-সহ তিন মহিলাকে দেখা গিয়েছে। সেখানে এক মহিলাকে বলতে শোনা যায়, ‘আমরা সন্দেশখালি আন্দোলনে যুক্ত। আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা?’
এরপর আরেক মহিলা বলেন, ‘শুনেছি অনুপ দাস নিয়ে গিয়েছিলেন। শিবু হাজরার থেকে মাসে-মাসে ১০ হাজার করে নিত অনুপ দাস। ওঁর সঙ্গে এক মহিলাও ছিলেন। তিনি কি তাহলে তৃণমূল করেন?’
এরপর বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা নির্যাতিতারা সন্দেশখালিতে পড়ে আছি, তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে? তা জানা প্রয়োজন। আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে, আমাদের কিছু জানিয়েছিলেন ? আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে?’
সন্দেশখালী নিয়ে এর আগেও ভিডিও এসেছে সেই নিয়ে বিতর্ক কম হয়নি এবার আবার রেখা পাত্রের এই ভিডিও নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে ।