নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ৯,অক্টোবর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট সন্দেশখালি দু’নম্বর ব্লকে এবং আমরা চেষ্টা করেছি শেয়ারা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কানমারী ধামাখালিতে মঞ্চ বেঁধে যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্যটুকু হারিয়েছে তাদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি ফোটাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
শুধু পুরুষ মহিলারা নয় ছোট ছোট বাচ্চাদের নতুন বস্ত্র পাঠিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা উদ্বোধন এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছিলেন সন্দেশখালি মানুষের জন্য নতুন বস্ত্র দিতে হবে সেই কথা রেখে প্রায় দশ হাজার অসহায় দুঃস্থ মানুষ যারা নতুন বস্ত্র কিনতে পারেনি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ।
ব্লক সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা তাদের হাতে নতুন বস্ত্র বড়দের জন্য শাড়ি ধুতি পাঞ্জাবি ছোটদের জন্য জামা প্যান্ট মেয়েদের জন্য বিভিন্ন নতুন বস্ত্র সামগ্রিক তুলে দিলেন।
পুজোর সময় প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা নতুন বস্ত্র পেয়ে রীতিমতো খুশি আনন্দিত মুখে হাসি ফুটেছে ধন্যবাদ দিয়েছে মুখ্যমন্ত্রীকে বলেছেন আমরা গর্বিত। এইরকম এক রাজ্যের প্রশাসনিক প্রধান কে পেয়ে।