সন্ধ্যার পর কারখানার কর্মীরা মহিলাদের করে ইভটিজিং, চাঞ্চল্যকর একাধিক অভিযোগ তুলে শনিবার সকাল থেকে কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের রাস্তা অবরোধ করে ও বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: গুরুত্বপূর্ণ রাস্তার ওপর কারখানার গাড়ির পার্কিংয়ের জেরে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, সন্ধ্যার পর কারখানার কর্মীরা মহিলাদের করে ইভটিজিং, চাঞ্চল্যকর একাধিক অভিযোগ তুলে শনিবার সকাল থেকে কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের রাস্তা অবরোধ করে ও বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে বিক্ষোভ।

বিক্ষোভের জেরে অবরুদ্ধ বামুনাড়া শিল্প তালুকের গুরুত্বপূর্ণ রাস্তা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াত। কিন্তু এই রাস্তার ওপরই দাঁড়িয়ে থাকে বেসরকারি কারখানার গরম স্ল্যাগ বোঝাই গাড়ি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এইভাবে পার্কিং করতে নিষেধ করা হলেও তারা কোনো গুরুত্ব দেয় না।

আতঙ্কের মধ্যে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলেও পড়তে হয়। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও সেভাবে কোন গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারী সুকুমার ঘোষের অভিযোগ,”এই রাস্তার উপর পার্কিংয়ের জেরে আমাদের ছেলেমেয়েদের ভয়ের মধ্যে স্কুলে যেতে হয়।

সন্ধ্যার পর মহিলারা এই রাস্তা দিয়ে গেলে তাদের টানা হেঁচড়া করে। দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই এলাকা।

গ্রামের কোন উপকার করে না। অথচ কারখানা তৈরীর সময় নানান প্রতিশ্রুতি দিয়েছিল। প্রশাসনের কাছে আমরা একাধিকবার এই অভিযোগ করেছি কিন্তু সেভাবে কোন কাজ হয়নি। আমরা তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কথা হাঁটবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + six =