সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: রাতের আঁধারে বিদ্যুতগতিতে মসৃণ পিচঢালা বাইপাস রাস্তায় সাইলেন্সর পাইপে গগনবিদারী আওয়াজ তুলে মোটরবাইক চেপে দাপিয়ে বেড়ায় “ঘোষ্ট রাইডার”। জীবন বাজি রেখে মরণ খেলায় মেতে ওঠে এই কমবয়সী ছেলেগুলি গভীর রাতের যবনিকার আড়ালে। নিজের প্রাণ তো বটেই, সেসময় পথ চলতি যেকোন মানুষ বা চলন্ত যে কোনো গাড়ী মুহূর্তে শিকার হতে পারে এদের এই মারণখেলার।
বেশ কিছুদিন ধরে এদের নামে প্রচুর অভিযোগ আসছিল বারুইপুর , নরেন্দ্রপুর ও সোনারপুর থানায় । এর জন্য বেশ কয়েকবার অভিযান ও চালায় পুলিশ । এবছর পুজোর শুরু থেকেই এদের উৎপাত আরো বাড়তে থাকে । তৎপর হয় বারুইপুর পুলিশ জেলার বড়কর্তারা । বিশেষ অভিযান চালাতে তৈরি হয় পুলিশের একটি বিশেষ টিম । এরপর অভিযানে নামে ।
সপ্তমীর রাতে বারুইপুর পুলিশ জেলার এই ট্রাফিক উইং এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দশটা হাই স্পীড বাইক এবং মোট একুশজনকে গ্রেফতার করে । উৎসবের রাতগুলিতে শুধু নয় এরপর থেকে নিয়মিত এই অভিযান চলবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু ।