নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,আগস্ট :: গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভুতনির বিভিন্ন এলাকা। সপ্তাহখানেক ধরে ঘরবাড়ি ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভূতনির কেশরপুর কলোনির নতুন বাঁধে আশ্রয় নিয়ে দিন কাটছে ত্রিপাল এর তলায়।
টয়লেট ও পানীয় জলের ভীষণ সমস্যার মধ্যে অবশেষে প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে তৈরীর উদ্যোগ নেওয়া হয়। বন্যায় প্লাবিত মানুষদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য অস্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে বেশ কয়েকটি পানীয় জলের জন্য টিউবওয়েল ও টয়লেটের ব্যবস্থা গ্রহণ করা হয়।
দ্রুততার সহিত চলছে নির্মাণ কাজ। বহুদূর থেকে পানীয় জল নিয়ে আসা এবং টয়লেটের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হতো তাদের, অবশেষে প্রশাসনের উদ্যোগে দ্রুততার সহিত উদ্যোগ গ্রহণ করায় খুশি প্লাবিত বাসিন্দারা।