সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৭,ডিসেম্বর :: রাজ্যে শীতের দাপট আরও বাড়ছে। আজ থেকেই রাতের তাপমাত্রায় পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে—এক ধাক্কায় কমেছে প্রায় ২ ডিগ্রি। আগামী দু’দিন এই ঠান্ডা বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও শীতের চাপে পরিস্থিতি একই রকম; দার্জিলিংয়ে পারদ নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া বিদদের মতে, চলতি বছর জাঁকিয়ে শীত পড়বে, বেশ কাবু হবে রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গ জুড়ে বইছে শীতের আমেজ। পুরুলিয়ায় ঠান্ডা প্রায় জাঁকিয়ে বসেছে—সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় আরও তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে পারদ ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে।
উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে। শনিবার-রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে, ফলে কমবে দৃশ্যমানতা।
কুয়াশা জনিত পরিস্থিতির জন্য সতর্কতাও জারি রয়েছে। আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই—আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়াই থাকবে, তবে পুরুলিয়া ও উত্তরবঙ্গে শীত থাকবে তীব্র।

