নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রামপুরহাটে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি ধাবার পাশে একটি সবজির গাড়ি দাঁড় করানো ছিল। ওই গাড়িটিতে কী আছে, তা খতিয়ে দেখার চেষ্টা করে পুলিশ। শুরু হয় তল্লাশি। ওই গাড়ির ভিতর থেকে ৫৫০০টি জিলেটিন স্টিক এবং ২৫০০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে। প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই ওই সবজির গাড়ির চালক এবং খালাসির কোনও খোঁজ পাওয়া যায়নি। কী কারণে প্রচুর পরিমাণ বিস্ফোরক গাড়িটিতে বোঝাই করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাঁচামি, শালবাগড়া, রামপুরহাটের পাথর খাদানে বিস্ফোরক কাজে লাগানো হয়। তবে ওই বিস্ফোরকগুলি পাথর খাদানে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরক বোঝাই গাড়ির চালক এবং খালাসি ফেরার হওয়ায় পাচারের সন্দেহ আরও জোরাল হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, কে বা কারা বিস্ফোরক পাচার করার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তথ্যসূত্র ও চিত্র :: সংবাদ প্রতিদিন