সবুজ আবিরে মেতে উঠেছে বীরভূমের বক্রেশ্বর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর  :: বুধবার ৫,জুন :: ৪৪ দিন ধরে, ৭ দফায় রাজ্যে চলেছে ৪২ আসনের ভোটগ্রহণ ৷ বাংলায় ৩০টি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ভোট প্রচারে বারবার এ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

অপরদিকে রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ জনতার দরবারে মার্কশিট পাওয়া যাবে ৪ জুন ৷ আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গে  ৪২ টি আসনের গণনা চলছে রাজ্যের ৫৫টি গণনাকেন্দ্রে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।

গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে। প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ। দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী।।

আর ইতিমধ্যেই দেখা গেল বীরভূমের বক্রেশ্বরের ছবিটি একদমই আলাদা সবুজ আবিরের মেতে উঠেছে মহিলা থেকে পুরুষেরা। ডিজে বক্স বাজিয়ে গানের তালে নাচতেও দেখা যায় তাদের। তৃণমূলের জয় জয় কার শুরু হয়ে গেছে বীরভূমের বক্রেশ্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =