নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে কিলো দরে। হকারি রা কখনো ২০০ টাকায় আবার কখনো ৪০০ টাকায় সাইকেল কিনে ভাংরি হিসেবে বিক্রি করছে। স্বাভাবিকভাবেই সবুজ সাথী প্রকল্প নিয়ে উঠেছে প্রশ্ন। নদীয়ার শান্তিপুরে এমনে চিত্র উঠে এলো।এর আগেও নদীয়ার একাধিক জায়গায় হকার ঈদের ভাংড়ি হিসাবে কিলো দরে সবুজ সাথী প্রকল্পের সাইকেল কিনতে দেখা গেছে। এবার শান্তিপুরের হকারি দাও কিলো দরে কখনো ২০০ টাকায় কখনো ৪০০ টাকায় কিনছেন সরকারি প্রকল্পের সাইকেল।
এ বিষয়ে এক হকার কাদের আলী বলেন, একটু ভালো সাইকেল থাকলে ৪০০ টাকা কিংবা তার কমা সাইকেল থাকলে ২০০ থেকে আড়াইশো টাকায় আমরা কিনে নিয়ে যাই।
এ বিষয়ে শান্তিপুরের এক বিজেপি নেতা কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের প্রতি। বিজেপির শান্তিপুর এক নম্বর শহর সভাপতি অমিত বৈরাগী বলেন, অবিলম্বে সরকারকে প্রাপকদের চিহ্নিত করে সাইকেল দেওয়া উচিত।
তার কারণ যাদের সামর্থ্য আছে তারা ইতিমধ্যেই বাড়িতে দুই চারটে সাইকেল তাদের রয়েছে। সেই পরিস্থিতিতে সরকারের দেওয়া সাইকেল একেই নিম্নমানের সেই কারণেই তারা বাড়ি নিয়ে ফেলে রেখে সাইকেল গুলি নষ্ট করে বিক্রি করে দেয়।
এতে সরকারের অর্থের ক্ষতি হয়। যদিও এ বিষয়ে তৃণমূলের শান্তিপুর পৌরসভার পৌর প্রতি সুব্রত ঘোষ অভিভাবকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন এতে অভিভাবকদের আরো সংযত হওয়া উচিত।
কারণ এভাবে সাইকেল বিক্রি না করে তারা চাইলে সাইকেল না নিতে পারে। এতে আরো একটি গরিব মানুষ সুবিধা পাবে।
তবে আমাদের হাতে উপযুক্ত প্রমাণ মেলে সংশ্লিষ্ট দপ্তরে সেই অভিভাবকের বিরুদ্ধে রিপোর্ট পেশ করব। ইতিমধ্যেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে রাজ্য রাজনীতিতে উঠে এসেছে বিস্তর প্রশ্ন।