নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: রবিবার ২০,এপ্রিল :: সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তুলতে না পারার অভিযোগে সমবায় ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস । কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ মালগজ সমবায় সমিতির নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি জারি করার পরেও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মনোনয়নপত্র তুলতে গেলে সেখানে কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ কংগ্রেসের । এর ফলে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধীদল মনোনয়নপত্র তুলতে পারেননি। ব্লক কংগ্রেস সভাপতি মসিরুদ্দিন জানিয়েছেন সমবায় নির্বাচন করতে বিজ্ঞপ্তি জারি করার পরেও কর্মীরা দপ্তরে আসেনি ।
এর ফলে কংগ্রেসের নয় জন প্রার্থী খালি হাতে ফিরে আসেন। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান। ঝুলিয়ে দেওয়া হয় তালা। পুলিশের সাথে দীর্ঘ কথাকাটাকাটির পর পুলিশের হাতে চাবি তুলে দেওয়া হয়। খুলা হয় ব্যাংক। আইনি লড়াইয়ের হুশিয়ারি চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসিরের