নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেঙ্গালুরু :: বুধবার ২৪,জুলাই :: একাকিত্ব মানুষকে শেষ করে দেয়। এই ইঁদুর দৌড় প্রতিযোগিতায় সবাই ব্যস্ত কাজ নিয়ে। ফলে তার নেই কোনো বন্ধু বা নিজের কাছের মানুষ। এমন পরিস্থিতিতেই অবসর বিনোদনের জন্য অটো চালাচ্ছেন একজন মাইক্রোসফ্ট ইঞ্জিনিয়ার।
ভেঙ্কটেশ গুপ্তা নামে একজন ইঞ্জিনিয়ার নিজের এক্স হ্যান্ডেল থেকে একজন অটোচালকের ছবি পোস্ট করেছেন। যাতে তিনি লিখেছেন, “৩৫ বছর বয়সী মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় হল। যিনি নিজের একাকিত্ব দূর করার জন্য উইকএন্ডে কোরামানগালা এলাকায় নাম্মা যাত্রী চালান।”
সকলেই দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়। মনোবিদেরা বলেন, প্রত্যেক মানুষে বন্ধু থাকা দরকার। তা না হলে তার জীবন হয়ে উঠবে অভিশাপ্ত। ঘটনাটি বেঙ্গালুরুর। কোনো টাকার চাহিদা নয়, শুধুই সময় কাটানো। বেঙ্গালুরুতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ার একটি অটোর মধ্যে মাইক্রোসফটের হুডি পরে বসে আছেন।
সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ভাইরাল হতেই অনেক নেটিজেন ওই ইঞ্জিনিয়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আবার কেউ কেউ এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা উল্লেখ করেছেন। সকলেই বলেছেন, ঘটনাটা দুঃখজনক। এমন একাকিত্ব থেকে বাঁচতে মানুষের একজন বন্ধু নিদেনপক্ষে একটা হবি থাকা দরকার।