সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা / হাওড়া :: শুক্রবার ১৫,মার্চ :: সমস্ত প্রতীক্ষার অবসান । আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হলো হাওড়া কলকাতা মেট্রো পরিষেবা। হাওড়া থেকে নিত্যযাত্রীরা গঙ্গার তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বসিত।
মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিষেবার উদ্বোধন করেন। আজ দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার সাক্ষী হতে ভোররাত থেকে কয়েকশ যাত্রী হাওড়া ময়দান স্টেশনে জড়ো হন।
ঘড়ির কাঁটায় সাড়ে ছটা বাজতেই নিরাপত্তাকর্মীরা স্টেশনের গেট খুলে দেন। যাত্রীরা ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে বচসা শুরু হয়ে যায়। তবে তা সঙ্গে সঙ্গে মিটে যায়। আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
টিকিট কাটার পর যাত্রীরা যখন মূল প্লাটফর্মের দিকে এগোতে চান সেই সময় নিরাপত্তাকর্মীরা তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই কাঁচের স্লাইডিং ডোর খুলে যায়। হুড়মুড় করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরায়। টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতর বসা পর্যন্ত যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকেন। হাওড়া ময়দান থেকে প্রথম সফরের স্মৃতি ধরে রাখতেই মোবাইলে ক্লিক ক্লিক শব্দ। নিত্যযাত্রীরা এই পরিষেবা চালু হতে খুশি।