নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: বুধবার ১৬,জুলাই :: সমাজ মাধ্যমে নাবালিকার সাথে বন্ধুত্ব পাতিয়ে শারীরিক সম্পর্ক, পরে ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগে নাবালক সহ গ্রেপ্তার দুই । অন্ডাল থানা এলাকার ঘটনা ।
অন্ডাল থানার রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক নাবালিকার সাথে সমাজ মাধ্যমে বন্ধুত্ব হয় স্থানীয় ১২ নম্বর রেল কলোনির এক কিশোরের । ওই এলাকাতেই থাকেন নাবালিকার এক আত্মীয় । ফলে সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাবালিকার ।
এই সুযোগে প্রলোভন দেখিয়ে নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই কিশোর । কিশোরের এক বন্ধু সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করে । এরপর সেই বন্ধুও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে বাধ্য করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে ।
বিষয়টি জানতে পারে তৃতীয় এক কিশোর । সেও ভিডিওর ভয় দেখিয়ে ওই নাবালিকতার সাথে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ ।
বেশ কিছুদিন এই কাণ্ড চলার পর বেঁকে বসে নাবালিকা । তখন এক অভিযুক্ত শারীরিক সম্পর্কের ভিডিও নাবালিকার মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে । ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় ।
বিষয়টি জানতে পারে নাবালিকার মা । তিনি বলেন ঘটনা জানার পর ওই কিশোরদের সতর্ক করা হয় । কিন্তু তাতে কাজ না হওয়ায় অবশেষে মঙ্গলবার অন্ডাল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন বলে নাবালিকার মা জানান ।
অভিযোগ নথিভূক্ত হাওয়ার সাথে সাথে পুলিশ অভিযুক্ত নাবালক সহ দু’জনকে গ্রেফতার করে । রাতেই নাবালিকাকে পাঠানো হয় মেডিকেল পরীক্ষার জন্য । বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় । ঘটনার খবর চাউর হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।