সমুদ্রে মাছ ধরাতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মৎস্যজীবি – প্রায় ৭২ ঘন্টা নিখোঁজ রয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ৩,জানুয়ারী :: সমুদ্রে মাছ ধরাতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মৎস্যজীবি। প্রায় ৭২ ঘন্টা নিখোঁজ রয়েছেন তিনি। ভুটভুটি নিয়ে বঙ্গোপসাগরে ৩১ ডিসেম্বর রাতে মাছ ধরতে গিয়েছিলেন। কাঁথি ১ ব্লকের হরিপুর উপকূল থেকে মা ভবানী নামের ভটভুটিতে গভীর সমুদ্রে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে নিখোঁজ মৎস্যজীবীর নাম বুদ্ধদেব নায়ক। বয়স ২৮ বছর। তিনি জনপুট কোস্টাল থানার শ্যামরাইবাড় জলপাই এলাকার বাসিন্দা। ভুটভুটিতে মালিক সহ নিখোঁজ বুদ্ধদেব ও আরও একজন মৎস্যজীবী ছিল বলে, তার পরিবারের দাবি।

রাতে বুদ্ধদেবের নিখোঁজ হওয়ার খবর আসে। বুধবার পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় স্থানীয় জুনপুট কোস্টাল থানায়।

প্রায় ৭২ ঘন্টা বুদ্ধদেবের কোন হদিস নেই। বাড়িতে রীতিমত কান্নার রোল পড়ে গেছে। নিখোঁজ বুদ্ধদেবের বৃদ্ধা মা, স্ত্রী সহ আত্মীয় পরিজনরা গভীর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বুদ্ধদেব বছর ছয়েক আগে বিয়ে করেছিল। তাদের একটি চার বছরের শিশু সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =