সম্পাদকীয় :: লাদাখ আজ এক সংকটের মোড়ে দাঁড়িয়ে।

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: সম্পাদকীয় :: শুক্রবার ২৬,সেপ্টেম্বর :: লাদাখ আজ এক সংকটের মোড়ে দাঁড়িয়ে।

সাম্প্রতিক হিংসা এবং তারই রেশ টেনে বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করার ঘটনায় প্রশাসনের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে উঠল—ভয় দেখিয়ে গণ আন্দোলন দমন করা। কিন্তু প্রশ্ন হল, গণতন্ত্রে কি সত্যিই এভাবেই মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা যায়?

ওয়াংচুক এর আন্দোলন ছিল পরিবেশ রক্ষা, স্থানীয় অধিকার এবং লাদাখের স্বশাসনের দাবি ঘিরে। অথচ আজ তাঁকেই অভিযুক্ত করে বন্দি করা হলো। সরকারের এই পদক্ষেপ আসলে লাদাখবাসীর আস্থা হারানোরই আরেকটি প্রমাণ।

দুদিন আগের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন চারজন। শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে একজন জনপ্রিয় ও নৈতিকভাবে শক্তিশালী নেতাকে কারাগারে পাঠানো সমস্যার সমাধান নয়, বরং অস্থিরতা আরও বাড়াবে।

জনগণ যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তখন প্রশাসনের দায়িত্ব হওয়া উচিত সংলাপের দরজা খোলা, দমননীতির পর্দা টানা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =