সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১,আগস্ট :: সম্প্রতি শিলিগুড়ি শহরে মাথা চাড়া দিয়েছে ডেঙ্গু। বর্ষার মরশুম। বৃষ্টিতে বাড়ির আশেপাশে কিংবা ড্রেনে জমে থাকা জলই ডেঙ্গু মশার আঁতুড়ঘর। তাই বিভিন্ন ওয়ার্ডের মানুষদের সচেতন করতে ডেঙ্গু রোধক কর্মসূচি চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।
পিছিয়ে নেই দার্জিলিং জেলা প্রশাসন। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় ডেঙ্গু মোকাবিলায় জরুরি বৈঠক করলেন দার্জিলিং জেলা শাসক এস.পূলম্বালাম। অন্যান্য আধিকারিরকদের পাশাপাশি জরুরি বৈঠকে ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি জানান, নতুন করে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। তা রুখতেই জরুরি বৈঠক হল আজ।