নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টিটাগড় :: উত্তর 24 পরগনার শিল্পাঞ্চলের মিনি ইন্ডিয়া হিসেবে খ্যাত লাভ করেছে টিটাগড়। এখানে ভেদাভেদ ভুলে প্রতি বছরের মতোই এবারে ছট পুজোয় মেতেছেন হিন্দু- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। ছট ব্রতীদের সুবিধার্থে বুধবার সকালে টিটাগড় অঞ্চলের রাস্তাঘাট সাফাই অভিযান করলেন সংখ্যালঘু ভাইয়েরা।
ব্যারাকপুর প্রশাসক মণ্ডলীর সদস্য নৌসাদ আলমের উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এদিন রাস্তায় নেমে ঝাঁটা হাতে সাফাই করে ব্লিচিং ছেটালেন। এককথায় বলা যায় ছট পুজোয় মিশ্র ভাষাভাষীর টিটাগড়ে ফুটে উঠল সম্প্রীতির মেলবন্ধন।