সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান   :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় একশ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময়ে দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধর চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে ।

বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর ২৯ বছরে পদার্পণ করল, প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব । দূর দুরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে, এখানে তারা মানত করেন এবং চাদর চরান । ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই এলাকায়,

উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ, হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিত ভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন ।

পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতিবছরই বাবার মাজারে আসি, আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেছিলাম রোগ সেরে গেছে, তাই চাদর দিতে এসেছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 14 =