নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় একশ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময়ে দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধর চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে ।
বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর ২৯ বছরে পদার্পণ করল, প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব । দূর দুরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে, এখানে তারা মানত করেন এবং চাদর চরান । ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই এলাকায়,
উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ, হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিত ভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন ।
পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতিবছরই বাবার মাজারে আসি, আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেছিলাম রোগ সেরে গেছে, তাই চাদর দিতে এসেছিলাম।