নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: সম কাজে সম বেতনের দাবিতে ফের আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর ও মেকানিক্যাল শ্রমিকরা। আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের কক্ষের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনের সংস্থার ম্যানেজিং ডিরেক্টর
বিক্ষোভকারীদের অভিযোগ, বছরখানেক আগে ১০৬৬ নম্বর মেমো অনুযায়ী কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের বেতন বৃদ্ধি করা হলেও, একই মেমোর আওতায় নিযুক্ত কন্ডাক্টর ও মেকানিক্যাল কর্মীদের বেতন বাড়ানো হয়নি।
অথচ কন্ট্রাকচুয়াল ড্রাইভার, কন্ডাক্টর ও মেকানিক্যাল কর্মীরা—তিন পক্ষই একই মেমোর ভিত্তিতেই চাকরিতে যোগ দিয়েছিলেন বলে দাবি তাঁদের।
বিক্ষোভকারীদের অভিযোগ আমরা একই মেমোতে চাকরি পেয়েছি। অথচ হঠাৎ করে ১০৬৬ মেমো জারি করে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের বেতন বাড়ানো হলো। আমাদের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

