নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: মঙ্গলবার ২৫,জুন :: সরকারির জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার জালিয়াতি করে জমি আত্মস্বাদের অভিযোগ একটি বেসরকরি সংস্থার বিরুদ্ধে। আর এই জমিকে ওই সংস্থাকে পেতে সাহায্য করলেন খোদ বি এল আর ও । হাওড়ার লিলুয়া মিরপাড়ার ঘটনায় উঠে এলো সরকারি ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে।
অভিযোগ লিলুয়া মিরপাড়া এলাকায় প্রায় ৫ কাঠা সরকারি জমি দখল করে, রাতের অন্ধকারের নিজেদের নাম গেট লাগিয়ে জমি ভরাট করার কাজ শুরু করেছে। দিনের বেলায় জমি ভরাটের কাজের জন্য স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধের মুখে। গাড়ির দাপটে কার্যত আতঙ্কিত এলাকার মানুষজন।
এমনকি একটি বড় নিকাশি নালা বন্ধ করে সেই সংস্থার অফিস বানিয়ে ফেলা হয়েছে। এই ৫ কাঠা জমির বেশ কিছুটা অংশ জলাভূমি। সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার দিয়ে বালি জগাছা ব্লকের বিএলআরও কে এলাকায় গোশালা বানানোর জন্য ভরাটের আবেদন জানানো হয়।
এই জমির ভেরিফিকেশন না করেই কার্যত সরকারি জমি ভরাটের অনুমতি দিয়ে সরকারি জমিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শিবপুর বা লিলুয়া সব জায়গাতেই রাজ্য তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে অভিযোগের তীর।