নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হেমতাবাদ :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: সরকারি উদ্যোগেই দাঙ্গা লাগছে মুর্শিদাবাদ মালদহতে, পুলিশের সামনেই চলছে এই দাঙ্গা। অন্যদিকে ইটাহারের অযোগ্য বিধায়ক মোশারফ হোসেন ওয়াকফ এমেন্ডমেন্ট বিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন।
এমনই উক্তি করলেন উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ( ভিক্টর)। উত্তর দিনাজপুরের হেমতাবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে এক ডেপুটেশনে এসে হেমতাবাদের এক পথসভায় এই উক্তিগুলি করেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর।