সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভেঙে দিল গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সপ্তগ্রাম(হুগলি) :: শনিবার ২৩,মার্চ :: সাধারণত হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার আলীনগর অঞ্চল | বর্ষাকাল এলেই ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জমে যায় জল, এলাকাবাসীর অভিযোগ এলাকায় বড় বড় কালভার্ট থাকলেও বহু মানুষ তার ওপর দখল করে দোকানপাট বানিয়ে ফেলেছে।

ফলে জল নিকাশিতে ব্যাঘাত ঘটছে, তার উপর থেকে একেবারে জল নিকাশি সাঁকোর পাশেই নতুন করে দেয়াল তুলে নির্মাণ কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসীরা । বেশ কয়েকদিন আগেই শুরু হয় এই কাজ । অবৈধ কাজ হচ্ছে জেনে পোলবা থানার পুলিশ সমস্ত মিস্ত্রিদের আটক করে নিয়ে যায় থানায়।

জানা যায় পরে অবশ্য তাদেরকে সাথে করে নিয়ে মীমাংসা করে এলাকার কিছু তৃণমূল নেতা, অভিযোগ মীমাংসা করার সময়  বলা হয়েছিল পিলার করে সে তার জমিতে যাওয়ার জন্য একটি কালভার্ট বানাবে, যাতে জল নিকাশিতে কোনরকম অসুবিধা না হয়।

এলাকাবাসী জানান তখন কথা হয়েছিল এক আর এখন কাজ হচ্ছে আরো এক, আমরা গ্রামবাসীরা নিজেরা নিজেদেরকে বিপদে ফেলতে চাই না, তাই আজ দুপুরে গ্রামের লোক একত্রিত হয়ে সেই নির্মাণটিকে ভাঙতে চলে আসেন।

রীতিমতো এলাকার মহিলা থেকে পুরুষ সকলেই ভাঙতে শুরু করেন সেই নির্মাণ, যিনি কাজটি করাচ্ছিলেন তার নাম আলিম হালদার  জানান মীমাংসা করার পর যেভাবে বলা হয়েছিল সেই ভাবেই আমি কাজ করছিলাম আজ সকলে মিলে এসে আমার নির্মাণটি ভেঙে দিল।

অন্যদিকে এলাকাবাসীরা জানান যেভাবে বলা হয়েছিল সেভাবে কাজটি কোনরকম হচ্ছে না, বরং আলিম হালদার নিজের মতো করেই এলাকার কিছু নেতার মধ্যে কাজ করছেন, যদিও ভাঙচুরের খবর পেয়ে এলাকায় পৌঁছে যান পোলবা থানার পুলিশ, সাথে সাথেই সেখান থেকে দুপক্ষকেই সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে আলিম হালদার জানান আমি পঞ্চায়েতকে টাকা দিয়ে অনুমতি নিয়েছি তারপরেই কাজ শুরু করেছি, এ বিষয়ে পঞ্চায়েত প্রধানকে ফোন করলে তিনি জানান যার জমি তাকে তার জমিতে কাজ করার জন্য অনুমতি দেয়া হয়েছে, সরকারি জায়গায় কাজ করার অনুমতি পঞ্চায়েত কখনো দিতে পারেনা,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =