কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি। জানা যায় স্থানীয় একটি ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে গতকাল রাতে। আগ্নেয়াস্ত্র উচিয়ে মারার হুমকি পরিবারের সদস্য দের।
এখনো ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু। যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতুয়ালী অঞ্চলের নিমাসরাই এলাকায়। অভিযোগ ভানু মহালদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক।
আরো অভিযোগ ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী রয়েছে। আর সেই মহানন্দা নদীর পাশেই সরকারি খাস জায়গা দখলে বাধা দেওয়ায় ক্লাবের কয়েকজন সদস্য ভানু মহলদারের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ বন্দুক উচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে ক্লাবের কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।