সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রের স্নান উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল ভিন্ন রাজ্যে এক পুণ্যার্থী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২৫,জুলাই :: সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সমুদ্র স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন্ রাজ্যের এক পুণ্যার্থী। স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, উত্তর প্রদেশ থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে।

পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে এক যুবক সমুদ্র স্নান করতে নামে। সমুদ্র স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের কারণে ওই যুবক তলিয়ে যায়। নিখোঁজ ওই যুবকের নাম সন্দীপ গৌড় (২৪) বাড়ি উত্তরপ্রদেশে।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

সমুদ্রে ওই যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোট । এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিও নামানো হয়। দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউয়ের কারণে তল্লাশি অভিযান বন্ধ করে ব্লক প্রশাসন।

এই বিষয়ে সাগর বেলা ভূমিতে এক পুরোহিত দেব কুমার পান্ডা জানান, মূলত শ্রাবণ মাসে ভিন রাজ্য থেকে বহু পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসে। উত্তর প্রদেশ থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে আসে। সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা সমুদ্র স্নান করতে থাকে। উত্তাল সমুদ্রের কারণে এদের মধ্যে একজন বেশ কিছুটা দূরে চলে যায় এরপর জোয়ারের টানে তলিয়ে যেতে থাকে।

প্রাণ বাঁচানোর তাগিদে ওই যুবক চিৎকার করে সাহায্য চায়। সাহায্যের জন্য এলাকার বেশ কিছু মৎস্যজীবীরা তারা ট্রলার নিয়ে ওই জায়গায় পৌঁছালে ততক্ষণে ওই যুবক উত্তাল ঢেউয়ের তলিয়ে গিয়েছে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযানে নামে এখনো পর্যন্ত ওই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =