নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘোজা সীমান্ত :: সোমবার ১৮,ডিসেম্বর :: সিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সরকারি পেঁয়াজের রপ্তানি বন্ধ হঠকারি সিদ্ধান্ত বলছেন ব্যবসায়ীরা ।যার ফলে দুই দেশের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে ।
ভারত ও বাংলাদেশে চুক্তি ছিল পেয়াজ রপ্তানির । হঠাত নির্দেশিকা জারি হতে সীমান্তে দাঁড়িয়ে ৫০ ট্রাক পেঁয়াজ প্রায় দু হাজার টন বাজার মূল্য ১৪ থেকে ১৫ কোটি টাকা। চলতি মাসের ৭ ই ডিসেম্বর থেকে সীমান্তে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ডিসেম্বরের ১,২, এবং৩,৪, তারিখে ভারতীয় ও বাংলাদেশী ব্যবসায়ীরা মহারাষ্ট্রের নাসিকে থেকে ট্রাক ভর্তি পেঁয়াজ আনতে যখন ঘোজা সীমান্তে দাঁড়ায় শুনতে পায় হাত ৭ই ডিসেম্বর থেকে পিয়াজি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
কিন্তু ব্যবসায়ীরা দেশের চুক্তি থাকা শর্ত আইনের জটিলতায় পেঁয়াজের ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে সেগুলো একদিকে গোডাউন বন্দী করছে। ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি গোডাউন না থাকার ফলে একাধিক বেসরকারি গোডাউনে রেখে ভাড়া দিতে হচ্ছে ৫০ হাজার টাকা করে। পেয়াজ পচছে কোটি কোটি টাকার সেই গুলো ফেলে দেয়া হচ্ছে।
রীতিমতো দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে অবিলম্বে অবিলম্বে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা না তুললে ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে কয়েক কোটি বেড়ে যাবে। এছাড়া উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি গুদাম নেই ।
যার কারণে বেসরকারি গুদামে রেখে সেই পেঁয়াজ সংরক্ষণ করতে হচ্ছে। আর পেঁয়াজ পচন শুরু হয়েছে শ্রমিকরা বস্তার থেকে পচা পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে বিপাকে পড়েছে দুই দেশের ব্যবসায়ী থেকে সীমান্তের খেটে খাওয়া শ্রমিকরা।