নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: বুধবার ৩০,এপ্রিল :: সরকার প্রদত্ত ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ১০ হাজার টাকার মোবাইল কেনার আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও, বীরভূমের কীর্ণাহারের এক ছাত্রী সেই টাকা আজও পাননি। অভিযোগ, সেই টাকা ঢুকে গেছে একদম অন্য একজন ছাত্রের অ্যাকাউন্টে।
ফেউগ্রামের বাসিন্দা এবং বর্তমানে লাভপুর সোমনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবণী মণ্ডল জানান, দুই বছর আগে কীর্ণাহার তারাপদ স্মৃতি উচ্চতর বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ার সময় তার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা আসার কথা ছিল।
কিন্তু সেই টাকা কখনোই আসে না। পরে স্কুলে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে খোঁজ করে জানতে পারে, ওই টাকা চলে গেছে পাশের পলাশী গ্রামের মাধপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অ্যাকাউন্টে।
ছাত্রীর বাবা তাপস মণ্ডল জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত ছাত্র ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবিকা দাস অবশ্য জানান, সরকারি টাকা দেওয়ার আগে প্রত্যেক ছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বরের তালিকা নোটিস বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল সঠিকভাবে যাচাই করতে। তবে শ্রাবণী সেই তালিকা দেখেনি বলে জানান তিনি।
বর্তমানে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ভুল অ্যাকাউন্ট ইতিমধ্যে সিজ করা হয়েছে বলে খবর।