নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ১৪,জুলাই :: আজব কান্ড! সরকারি হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভির নজর এড়িয়ে আটদিন ধরে নিখোঁজ পঞ্চাশোর্ধ রোগী। হুশ নেই হাসপাতাল কতৃপক্ষের। প্রতিবাদে লাঠি হাতে মারমুখী আদিবাসীদের বিক্ষোভ সুপার স্পেশালিটি হাসপাতালে।
রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের এক মাইল গ্রামের বাসিন্দা সুনীল ওরাও গত ৫ তারিখে জ্বর নিয়ে ভর্তি হন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার বাড়ির লোকেরা তাকে খাবার দিয়ে দেখেও যান। কিন্তু এরপরই হাসপাতাল থেকে আচমকা নিখোঁজ হয়ে যান পঞ্চাশোর্ধ ওই রোগী।
ঘটনা নিয়ে একাধিক লিখিত অভিযোগ জানানোর পরেও কোন সদুত্তর পান নি ওই রোগীর পরিবার। আর এরপরেই এদিন কিছুটা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা হাতে নিয়ে হাসপাতালে চড়াও হন রোগীর পরিবারসহ কয়েকশ আদিবাসী মানুষজন। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এদিন হাসপাতাল চত্বরে।
খবর পেয়ে বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাজার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে। রোগীর পরিবারের লোকেদের দাবি সরকারি হাসপাতাল থেকে আট দিন ধরে নিখোঁজ থাকা রোগীকে অবিলম্বে তাদের কাছে ফেরানোর ব্যবস্থা করতে হবে।