সরকারি হাসপাতালে, সুগার থেকে পচে যাওয়া পা বাদ দিয়ে আরো এক অনন্য নজির গড়লো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: আবারও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সরকারি হাসপাতালে, সুগার থেকে পচে যাওয়া পা বাদ দিয়ে আবারও এক অনন্য নজির গড়লো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। জানা যায় শান্তিপুর বাঘাযতীন পাড়ার বাসিন্দা মামনি সরকার বয়স ৫১, তার হাই সুগারের কারণে একটি পায়ে রস জমে।

বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোন সুফল মেলেনি। অবশেষে শান্তিপুর হাসপাতালের সার্জেন্ জেনারেল ড: দীপক মাইতির সাথে যোগাযোগ করেন, এরপর এক সপ্তাহ ধরে তাকে দেখানো হয়। চিকিৎসক দীপক মাইতি সিদ্ধান্ত নেন শান্তিপুর হাসপাতালেই তার অপারেশন করবেন।

দ্রুততার সাথে অপারেশন না করলে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও অস্ত্রপচারের আগে হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সাথে আলোচনা করেন চিকিৎসক দীপক মাইতি। অবশেষে ওই মহিলার পা সফলভাবে অস্ত্রোপচার করে সাফল্য পান চিকিৎসক।

যদিও ওই মহিলার পা বাদ যাওয়ার পরে এখন অনেকটাই সুস্থ আছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সরকারি হাসপাতাল হলেও পরিকাঠামো সেই অর্থে না থাকলেও একপ্রকার ঝুঁকি নিয়ে নেন চিকিৎসক দীপক মাইতি ।

এরপর তিনি অস্ত্রোপচারে সাফল্য পান। তবে এই ধরনের অস্ত্রোপচার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই প্রথম বলেই জানা যায় হাসপাতাল সূত্রে। যদিও এর আগেও দু-দুবার দুই প্রসূতি মহিলার অস্ত্রোপচার করে এক অনন্য সাফল্য অর্জন করেছিল শান্তিপুর হাসপাতাল। এদিন ঝুঁকিপূর্ণ আরো একবার অস্ত্রপচার করে সাফল্য অর্জন করলো শান্তিপুর হাসপাতালে চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 3 =