নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: রবিবার ১৮,মে :: সরকারী বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ট্র্যাক্টর চালক। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের আলম বাবার মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতকেন্দুরি মোড় থেকে আলম বাবার মোড়ের কাছে ছাই বোঝাই ট্রাক্টরটি ছাই ফেলার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু সিউড়ি থেকে দুর্গাপুরগামী সরকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাই বোঝাই ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়েন ট্রাক্টর চালক।
তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক্টরের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বাসটি সিউড়ির দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। রাস্তা থেকে ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।