সরকার দেশে ফেরার জন্য অনুমতি দিচ্ছেনা ‘ চাঞ্চল্যকর দাবী বাঙালদেশী জাহাজ কর্মীদের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: শুক্রবার ২৮,মার্চ :: গত ১৪ ফেব্রুয়ারি বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশের একটি জাহাজ। দুর্ঘটনার পর কেটে গিয়েছে এক মাসের ও বেশী সময় । জাহাজের কর্মীদের সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে সাগরের কৃষ্ণনগর বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে ।

আশ্রয় কেন্দ্রে তাদেরকে খাওয়া-দাওয়া সমস্ত ব্যবস্থাও করা হয়েছে। আর দুদিন অপেক্ষা তারপর খুশির ঈদ । আত্মীয় পরিজনদের সঙ্গে খুশির ঈদে আনন্দে মাতবে গোটা বিশ্ব। পরিবারের থেকে দূরে থেকে ঈদের খুশি যেন বিষ স্বাদে পরিণত হয়েছে ওই বাংলাদেশী জাহাজের কর্মীদের।

ঈদের আগে বাংলাদেশের জাহাজের কর্মীদেরকে সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও সাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্পণ নায়েকের উদ্যোগে ঈদের নতুন পোশাক ও রোজার সামগ্রি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে সাগরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও জানান, ভারত সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা গ্রস্ত বাংলাদেশি জাহাজের কর্মীদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে ঈদের আনন্দ যাতে ওরা উদযাপন করতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।

বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দুর্ঘটনাগ্রস্থ বাংলাদেশি জাহাজের ইনচার্জ বাংলাদেশী নাগরিক মোঃ আল আমিন শেখ । তিনি বলেন, ঘোড়ামারা দ্বীপের কাছে বঙ্গোপসাগরের চরে নাবিক দিক নির্ণয় না করতে পেরে চরে গিয়ে ধাক্কা মারে। এরপর ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি।

এরপরে সাগর থানা পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে এবং আমাদেরকে এখানে আশ্রয় দেয়। সামনেই রয়েছে ঈদ আর এই ঈদ উপলক্ষে সাগর থানার পক্ষ থেকে ও সাগরের বিডিও সাহেবের পক্ষ থেকে আমাদেরকে উপহার স্বরূপ নতুন জামা কাপড় দেওয়া হয় । এখানে থাকা খাওয়ার কোন সমস্যা হচ্ছেনা।

সামনেই ঈদ , পরিবারের লোকেদের সঙ্গে ঈদ কাটানোর ইচ্ছা তো ছিল । কিন্তু কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ করেছি কোম্পানির লোকেরা আমাদেরকে বলছে যে ভারত সরকার অনুমতি দিচ্ছে না। এখন আমরা দেখলাম ভারত সরকার আমাদের অনুমতি দিলেও বাংলাদেশ সরকার আমাদেরকে অনুমতি দিচ্ছেনা।

বাংলাদেশ সরকার যদি অনুমতি দিত তাহলে আমাদের এতদিন এখানে রাখতনা। বাংলাদেশ সরকার আমাদেরকে কোন সহযোগিতা করছেনা। এরপর আল্লাহই ভরসা। আমাদের কোম্পানি বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছে ।

কোম্পানি আমাদেরকে জানিয়েছে একটি জাহাজ বাংলাদেশ ও ভারতীয় জলসীমানায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে এবং দুর্ঘটনা গ্রস্ত জাহাজটিকেও উদ্ধার করার জন্য পাঠানো হচ্ছে ভারত সরকার অনুমতি দিলে খুব শীঘ্রই আমরা দেশে ফিরে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =