সরস্বতী পুজোর প্রাক্কালে পুজোর দ্রব্য সামগ্রী কিনতে বাজারমুখী ক্রেতারা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: রাত পেরোলেই সরস্বতী পুজো, সকাল থেকেই বাজারমুখী ক্রেতারা। ফল ফুল, সবজি, দশকর্মা ভান্ডার, পুজোর যাবতীয় সামগ্রীর দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেল।

যেহেতু হাতে খুব একটা সময় নেই, সেজন্য অনেকেই সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে পুজোর দ্রব্য সামগ্রী, ফল ফুল কিনতে ভিড় জমান। এ বিষয়ে এক ফল ব্যবসায়ী জানিয়েছেন এবছর ভালোই বাজার রয়েছে।

সরস্বতী পুজোর সময় নারকেল কুল ও শাঁখালুর চাহিদা বেশি থাকে। এবছরও যথেষ্ট চাহিদা রয়েছে, ভালোই বিক্রি হচ্ছে।

পাশাপাশি ডাবসহ অন্যান্য ফলেরও ভালো বিক্রি হচ্ছে। আশা রাখছেন প্রত্যেক বছরের মত চলতি বছরেও সরস্বতী পূজার সময় ভালোই বাজার হবে। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে, আশা রাখছেন বিকেল গড়িয়ে সন্ধ্যেতে আরো ক্রেতাদের আনাগোনা বেড়ে যাবে।

দেখা গেল পূজোর যাবতীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে ক্রেতারা ভিড় জমিয়েছেন বিভিন্ন দোকানগুলিতে। এবার দেখা গেল বাজারে দেখতে পাওয়া গেল মাটির কালির দোয়াত।

বাজারে প্রথম, প্রসঙ্গত সরস্বতী পূজার সময় কাঁচের কালির দোয়াত বিক্রি হয়। এ বিষয়ে এক বিক্রেতা জানিয়েছেন বাজারে এবার প্রথম এসেছে মাটির কালির দোয়াত। মোটামুটি চাহিদা রয়েছে এবং বিক্রিও হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =