সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: আগামীকাল বাগদেবী সরস্বতী পূজা। তার আগেই জমে উঠেছে প্রতিমা কেনাবেচার বাজার। স্কুল, কলেজ, ক্লাব ও বাড়ির পূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রতিমা সংগ্রহে ব্যস্ত ক্রেতারা।
অন্যদিকে, বছরের অন্যতম বড় এই উৎসবকে ঘিরে দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।
স্থানীয় প্রতিমা বাজার ঘুরে দেখা গেল, নানা মাপ ও নকশার সরস্বতী প্রতিমায় সাজানো সারি সারি দোকান। ছোট ঘরোয়া পূজার জন্য শুরু হচ্ছে এক হাজার টাকা থেকে, আর বড় ও বিশেষ
নকশার প্রতিমার দাম পৌঁছেছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। মূর্তির সঙ্গে বীণা, হাঁস, অলংকার ও রঙের বৈচিত্র্য ক্রেতাদের আকর্ষণ করছে।
প্রতিমা কিনতে আসা এক কলেজ ছাত্র বলেন, “প্রতিবছরের মতো এবারও বন্ধুরা মিলে পূজা করছি। বাজেটের মধ্যেই সুন্দর প্রতিমা পেয়েছি। দাম একটু বেশি হলেও শিল্পীদের পরিশ্রমের কথা ভেবে খুশি মনেই কিনছি।”
অন্যদিকে, এক অভিভাবকের কথায়, “বাড়ির ছোটদের জন্য সরস্বতী পূজা মানেই আলাদা আনন্দ। ছোট কিন্তু সুন্দর প্রতিমা খুঁজছিলাম, এখানে পছন্দেরটা পেয়ে গেলাম।”
প্রতিমা বিক্রেতা ও মৃৎশিল্পীদের মুখে যেমন পরিশ্রমের গল্প, তেমনই বিক্রি নিয়ে আশার কথা। এক মৃৎশিল্পী জানান, “সারা বছর এই সময়টার অপেক্ষায় থাকি। কাঁচামালের দাম বেড়েছে, তাই প্রতিমার দাম একটু বাড়াতে হয়েছে। তবুও বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।”

