সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ১০,জুন :: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় রাজনৈতিক পারদ যেন ঊর্ধ্বমুখী। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক খবর। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষে শনিবার কাকদ্বীপ বিডিও অফিসে একটি সর্বদলীয় বৈঠকের ডাকা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল , সিপিএম ও বিজেপির স্থানীয় নেতৃত্ব । এই বৈঠক শেষে সিপিএম কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ তোলা হয় । তাদের দাবী , বৈঠক শেষ হয়ে যাওয়ার পর যখন কর্মী সমর্থকরা বাড়ি ফেরার উদ্দেশ্য ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর যায় সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের পথ আটকায় ও বেধড়ক মারধর করে।আরও চাঞ্চল্যকর অভিযোগ , যে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে । এই ঘটনায় ইতিমধ্যেই তিনজন সিপিএম কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছে বলে দাবী করা হয়েছে । আহতদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সিপিএমের পক্ষ থেকে কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।