নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: সোমবার ০৪,ডিসেম্বর :: ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা,সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ রামপুরহাট শহর জুড়ে মহা মিছিল সংগঠিত হল।

রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ভকত টিঙ্কু । বীরভূম জেলা আইএন টিটি ইউ সি সভাপতি ত্রিদিব ভট্টাচার্য । রামপুরহাট শহর আইএন টিটি ইউ সি সভাপতি আব্দুর রেকিব । এদিনের বক্তব্য রাখার পরে পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশীষ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি জানান আগামী ২৪ শে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ জবাব দেবে উচিত শিক্ষা দেবে বিজেপি সরকারকে।