সহজ জয় পেয়ে প্যারিস অলিম্পিকে অনেকটা মনোবল বাড়িয়ে নিলো সিন্ধু

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস  ডেস্ক  :: সোমবার ২৯,জুলাই :: এই সেই ভারতীয় তারকা খেলোয়াড় পিভি সিন্ধু। রিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন সিন্ধু। এরপর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ। এ বার সিন্ধুর নজর সোনায়। প্যারিস অলিম্পিকে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু ।

ভারতীয় সময় অনুযায়ী, রবিবার দুপুর থেকে নজর ছিল ভারতের ব্যাডমিন্টন তারকার দিকে। প্যারিস গেমসে গ্রুপ-এম-এ পড়েছেন সিন্ধু। রবিবারের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। অলিম্পিকে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধুর লক্ষ্য প্যারিস থেকে পদক আনার। সেই লক্ষ্যের প্রথম ধাপে দাপুটে শুরু করলেন তিনি।

মাত্র ২৯ মিনিটেই সিন্ধু-ফাতিমার ম্যাচ শেষ হয়। খেলার ফল সিন্ধুর পক্ষে। ফাতিমা নাবাহা আব্দুল রাজ্জাককে এক ইঞ্চিও জমি ছাড়েননি হায়দরাবাদী শাটলার। প্রথম গেম সিন্ধু জেতেন ২১-৯। আর দ্বিতীয় গেম তিনি জেতেন ২১- ৬। উল্লোসিত সমস্ত ভারতবাসী, উল্লোসিত সিন্ধু।

প্যারিস অলিম্পিকে নিজের প্রথম ম্যাচ জিতে পিভি সিন্ধু বলেন, ‘প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাকে এ বার এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে খেলতে হবে। নিজেকে সেই মতো তৈরি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seventeen =