নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: সহায়ক মুল্যে ধান কেনা শুরু হতেই বীরভূমের বিভিন্ন জায়গায় চাষীরা বিক্ষোভ দেখান। চাষীদের ক্ষোভ আঁচ করেই পরিস্থিতি যাতে বাইরে না যায় তার জন্য শাসক ও বিরোধী দলের বিধায়ক ও রাইস মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা।
চাষীদের কাছে থেকে ধানে বাটা নেওয়া হচ্ছে। বিধায়কদের অভিযোগ শোনেন আধিকারিকরা। জেলাশাসক জানিয়েছেন প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে। এমনকি যে মোবাইল ধান ক্রয় গাড়ি থাকবে সেগুলোতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
এছাড়াও আরও কিছু রাইস মিলকে ধান কেনার জন্য যুক্ত করা হবে। ফড়ে রাজ বন্ধ করতেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়করা।