নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শনিবার ৭,আগস্ট :: এবার আরজিকর কান্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে। “মেয়রা রাত দখল করো এই ছিল শ্লোগান আরজি কর হাসপাতাল এর নৃশংস ঘটনার প্রতিবাদে।
তিলোত্তমার জন্য শহর তিলোত্তমা তে রাত্রিতে জমে ছিল ভিড় হাজারো মহিলাদের। তবে পিছিয়ে থাকে নি জেলার শহর গুলো। জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে।শান্তিনিকেতনের রতনপল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। এখানে দেখা গেল হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন।
নিজস্ব চিত্র :: বোলপুরের রতন্পল্লিতে হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন।
অন্যদিকে সাঁইথিয়ার আহমদপুরে দেখা গেল মা কালি ,মা দশভুজা কে আনন্দোলনে সামিল হতে।মহিলারা মা কালি বেশ ধরে মা দুর্গা সেজে রাস্তায় মিচ্ছিল করছে ,সেই দশভুজা দেবতা দের দাবি আরজি কর হাসপাতাল কাণ্ডের অভিযুক্ত দের কঠোর শাস্তি হোক।
রামপুরহাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তার দখল নিল মহিলরা। সিউড়ী তে মহিলারা মোবাইল ফ্লাস জ্বালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষ দের রাখা হয়েছিল ব্যারিকেডের বাইরে ।