সাঁইথিয়ায় বিজেপিতে ভাঙন, অনুব্রত মণ্ডলের হাত ধরে ১০০ পরিবার তৃণমূলে যোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: শুক্রবার ১৭,অক্টোবর :: বীরভূমের সাঁইথিয়া বিধানসভা এলাকায় ফের একবার বিজেপিতে ভাঙন দেখা গেল। হরিসড়া গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

সারা রাজ্যের পাশাপাশি সাঁইথিয়াতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, সাঁইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি মোঃ সাবের আলী খান, সাঁইথিয়ার বিধায়িকা লীলাবতী সাহা সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী।

অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন প্রায় একশো পরিবার। যোগদানকারীদের দাবি, বিজেপিতে থেকে কোনও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। নানা সমস্যা ও বঞ্চনার মুখে পড়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকাতলে আশ্রয় নিয়েছেন।

এই ব্যাপক যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে, সাধারণ মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে ফিরছেন। অন্যদিকে, এই যোগদানকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =