নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ ও ভলেন্টিয়ার শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করা, সব জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ স্থাপন করা, স্কুলগুলিতে সাঁওতালি মাধ্যমে বিষয় ভিত্তিক শিক্ষক ও সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করা সহ ১০ দফা দাবিতে
ভারত জাকাত মাঝি পারগানা মহল নামের আদিবাসী সংগঠনের তরফে বুধবার রাজ্যবাপী রোড চাকা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেজন্য এদিন গুসকরার বলগোনা মোড়ে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে পথ অবরোধ করে দেন। এতে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক ও গুসকরা বলগোনা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়