দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর প্রহরাজপুর থেকে ধোবাশোল পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তা করার দাবিতে একমাস আগে গ্রামবাসীরা পথ অবরোধ করেছিলেন।
যার ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল। গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।মেরামত করা হয় নি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে। এক মাস আগে সাঁকরাইল ব্লক এর বিডিও ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন রাস্তাটি মেরামতের পাশাপাশি দ্রুত পাকা রাস্তা করার উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেনি।
যার ফলে শুক্রবার সকাল থেকে ওই এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছে। পাকা রাস্তার দাবিতে তাদের পথ অবরোধ চলবে বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীদের পক্ষ থেকে বলা হয় যে মিথ্যা প্রতিশ্রুতি নয় প্রকৃত কাজ চাই।
পাকা রাস্তার দাবিতে আমাদের অবরোধ অব্যাহত থাকবে। যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে এলাকার সাধারণ বাসিন্দারা।