সাঁতরাগাছি সেতুর মেরামতের কাজে নিযুক্ত সকল নির্মাণ কর্মী এবং দায়িত্বে থাকা সিটি পুলিশের কর্মীদের শীতের রাতে কেক, কফি, বিস্কুট তুলে দিলেন যুব তৃণমূলের কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার সাঁতরাগাছি সেতুর মেরামতের কাজ গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে। এই কাজে নিযুক্ত সকল নির্মাণ কর্মী এবং দায়িত্বে থাকা সিটি পুলিশের কর্মীদের মঙ্গলবার শীতের রাতে কেক, কফি, বিস্কুট তুলে দেন দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।

দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাতীয় সড়কের মূল সংযোগস্থল সাঁতরাগাছি ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মরত ব্রিজ মেরামতি কর্মী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি নেয় দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস। ওই কেন্দ্রের যুব সভাপতি প্রিতম দাস ও যুব সদস্যদের পক্ষ থেকে শীতের রাতে গরম কফি, বিস্কুট ও কেক তুলে দেওয়া হয়।

প্রিতম দাস জানান, এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। ওনারা দিনরাত এক করে কঠোর পরিশ্রম করে চলেছেন। ওনাদের কাজের গতি যাতে সক্ষম থাকে এবং গভীর রাতের নিদ্রাজনিত অস্বস্তি কিছুটা হলেও কাটিয়ে ওনারা যাতে সচল ভাবে দায়িত্ব সহকারে কাজ চালিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মসূচি। আগামী দিনেও ওনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =