নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ১৬ই,এপ্রিল :: ত্রিবান্দ্রম শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (২২৬৪১)। ভিজিনাগ্রাম থেকে দুজন যুবক এবং দুজন যুবতী এই চারজন মিলে কলকাতার উদ্দেশ্যে ওই গাড়ি করে আসেন।সাঁতরাগাছি তে যখন তারা নাবেন তখন তখন সাঁতরাগাছি জিআরপির চার পাঁচ নম্বর প্লাটফর্মে এই চারজনকে আটক করে তল্লাশি চালায় ।
তাদের কাছ থেকে উদ্ধার হয় গাজা। গাজার পরিমাণ প্রায় ৫৫ কেজি । ধৃত চারজনকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি। খড়গপুর স্টেশনে এই চারজনের ওপর সন্দেহ হয় খড়গপুর জিআরপির ওখান থেকেই তাদের ওপর নজরদারি চালাচ্ছিল জিআরপির আধিকারিকরা।
সাঁতরাগাছি স্টেশনে নামার পরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা কোথা থেকে আসছিল আর কে কে ছিল কোথায় নিয়ে যাচ্ছিল কাদেরকে বিক্রি করার কথা ছিল সমস্ত ব্যাপারে তদন্ত করছে সাঁতরাগাছি জিআরপির পাশাপাশি খড়গপুর জিআরপির আধিকারিকরা ।
এদিকে আজ সকালেও কোনা এক্সপ্রেস থেকে গাড়িতে করে গাজা পাচারের সময় ধরে ফেলে পুলিশ কর্মীরা আবার এই বিকেলে স্টেশন থেকে গাজা উদ্ধারে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে ।