সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচের আসরে এক মহিলা শিল্পীকে রাতভর আটকে রেখে অশ্লীল নাচের জন্য জোরাজুরির অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দকুমার :: রবিবার ১০,নভেম্বর :: রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচের আসরে এক মহিলা শিল্পীকে রাতভর আটকে রেখে অশ্লীল নাচের জন্য জোরাজুরির অভিযোগ উঠল ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এই দাবী না মানায় মহিলা শিল্পীর পাশাপাশি পুরুষ সঙ্গীদেরও মারধর করার অভিযোগ ওঠে।

অবশেষে শিল্পী সংগঠনের মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নন্দকুমার থানার পুলিশ। মহিলা শিল্পীদের হেনস্থার অভিযোগে দুই ক্লাব সদস্যকে পুলিশ পাকড়াও করেছে। সেই সঙ্গে মারধরে জখম শিল্পীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

সূত্রের খবর, নন্দকুমারে সোনার বাংলা নামের একটি ক্লাবে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানেই নাচের শিল্পীরা এসে পারফর্ম করছিলেন। মহিলা শিল্পীর অভিযোগ, সব মিলিয়ে দু’ঘন্টা নাচের জন্য চুক্তিবদ্ধ হলেও তাঁদের জোর করে প্রায় ৫ ঘন্টা থাকতে বাধ্য করা হয়।

অবশেষে মহিলা শিল্পীকে অশ্লীল নাচের জন্য জোরাজুরি শুরু হয়। প্রতিবাদ করলে ক্লাবের সদস্যদের হাতে নিগৃহীত হন শিল্পীরা। মারধরের হাত থেকে বাদ যাননি মহিলা শিল্পীও। তাঁদের মোবাইলও ভেঙে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =