সাংস্কৃতিক জগতের নক্ষত্র পতন বীরভূমের রাজনগরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: সোমবার ৮, ডিসেম্বর :: রবিবার রাত্রি বারোটা নাগাদ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন বীরভূমের রাজনগরের বাসিন্দা সংস্কৃতিক ব্যক্তিত্ব..আবৃত্তিকার.. ও সমাজসেবী প্রভাত দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।প্রভাত দত্ত পেশায় গাংমুড়ি গ্রামের রেশন ডিলার ছিলেন। প্রভাত দত্তের একমাত্র পুত্র শুভম দত্ত বিদেশে কর্মরত। প্রভাত দত্তের স্ত্রী একজন শিক্ষিকা। প্রভাত দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনগর গাংমুরি তাঁতিপাড়া সহ রাজনগর ব্লক এ নেমে আসে শোকের ছায়া।

প্রভাত দত্ত ছিলেন একজন সুবক্তা.. আবেৃত্তিকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মানুষ। প্রভাত দত্তকে অগণিত মানুষ আজ শেষ শ্রদ্ধা জানান রাজনগরে।শেষ শ্রদ্ধা জানানো হয় বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের পক্ষ থেকেও। বক্রেশ্বর মহাশ্মশানে প্রভাত দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seven =