নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: কার্যত একপ্রকার অসম্ভব কে সম্ভব করে বাড়ি ফিরলেন মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুরি গ্রাম পঞ্চায়েতের কাসেমের হাট এলাকার দুই ভাই।
এই এলাকার দুই যুবক বসন্ত বর্মন ও দীপক বর্মন গত ২৭ সে জুলাই সাইকেলে করে কেদারনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
শৈশব থেকেই তাঁদের ইচ্ছে কেদারনাথ মন্দির দর্শনের। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজেদের উদ্দেশ্য সফল সোমবার নিজবাড়িতে প্রবেশ করেন তারা। ছেলের ঘরে ফেরাতে খুশি পরিবার সহ এলাকাবাসী।
প্রবেশের পূর্বে বাড়ি থেকে অনতি দূরে ধুলিয়া বাজারে স্থানীয় ধুলিয়া মন্দিরে ঠাকুরের পূজা দেওয়ার পর ব্যান্ডপার্টি নিয়ে দুই যুবক কে বাড়িতে বরণ করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। উপস্থিত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করলেন তার বাবা।