নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: শুক্রবার ২৪,অক্টোবর :: বয়স্ক ব্যক্তি কন্ট্রোলের হাট বাজার থেকে চান্দের কুঠি যাচ্ছিল নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অপর দিক কন্ট্রোলের হাটের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী সজোরে সাইকেল আরোহী হবিবর শেখ কে কন্ট্রোলেরহাট বাজার সংলগ্ন খিতাবের কুটি এলাকায় ধাক্কা মারে।
এই ঘটনায় সাইকেল-আরোহী হবিবর শেখ সহ মোটরসাইকেল আরোহী শাহানাজ আলম গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকার স্থানীয় বাসিন্দারা এরপর আহত দুজনকেই নিয়ে আসা হয় বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে
কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনহাটা স্থানান্তরিত করা হয় বলে খবর হাসপাতাল সূত্রে।।

