নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউ বারাকপুর :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: নিউ বারাকপুর থানার অন্তর্গত ১নং ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোডে জনৈক ভদ্রমহিলা রীনা চৌহান গত বছর অক্টোবর মাস নাগাদ সাইবার প্রতারণার ফাঁদে পড়েন।
বহুতল আবাসনে তিন তলার বাসিন্দা মহিলা নিজেই চলাচলে অক্ষম। তার উপরে তার মায়ের বয়স ৮০ র কাছাকাছি যিনি পুরোপুরি প্রতিবন্ধী মেয়ের উপর নির্ভরশীল।
সেজন্য থানাতে প্রায় একমাস পরে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে নিউ বারাকপুর থানার উদ্যোগে সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্তে নামেন। এবং মহিলার একটি ব্যঙ্ক একাউন্ট থেকে চোট যাওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা হয়।
নিউ বারাকপুর থানার আইসি এবং অন্যান্য সহকর্মীরা এবং স্থানীয় কাউন্সিলর দেবাশিস মিত্র র উপস্থিতিতে আবাসনে মহিলার হাতে উদ্ধার ২ লক্ষ ১৯ হাজার ৭০৯ টাকার প্রতীকী চেক তুলে দেন।
স্বভাবতই মহিলা তার প্রতারিত টাকা ফিরে পেয়ে খুবই খুশি। থানার সাইবার টিমের পুলিশের তৎপরতায় কাজের ভূয়শি প্রশংসা করেন স্থানীয় পুর প্রতিনিধি অধ্যক্ষ শ্রী মিত্র।মহিলার ব্যঙ্ক একাউন্ট থেকে খোওয়া যাওয়া ৯ লক্ষ টাকার মধ্যে উদ্ধার ২ লক্ষ ১৯ হাজার ৭০৯ টাকা। বাকি টাকা উদ্ধারে তৎপর পুলিশ।